অ্যাসোসিয়েশনের উৎপত্তি, লক্ষ্য ও উদ্দেশ্য
কলেজের অগনিত প্রাক্তন ছাত্র-ছাত্রী দেশে ও বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। একটি নির্দিষ্ট প্লাটফর্ম না থাকার কারণে আনুষ্ঠানিক ভাবে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী একত্রিত হওয়ার সুযোগ হয়ে উঠে না। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সুবিধা-অসুবিধা, বিপদ-আপদে পাশে থাকার প্রত্যয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নবীন-প্রবীনের সমন্বয়ে কতিপয় প্রাক্তন ছাত্র-ছাত্রী উদ্যোগে ২০১৯ সালে নোয়াখালী সরকারী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়।
কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পাস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সৌহার্দ গড়ে তোলা, প্রয়োজনে পরস্পরের পাশে দাঁড়ানোর পদক্ষেপ গ্রহন করা, সমাবেশ, পূনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, ইফতার পার্টি, বিভিন্ন গুরুত্বপূর্ন দিবস পালন, কলেজের শিক্ষার গুনগত মান বৃদ্ধির নিমিত্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান এবং কলেজের কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের সম্মাননাপ্রদান করা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।